ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৫ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদিয়া বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মাহিমা (২০) নামের এক ছাত্রী মারা গেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।

শুক্রবার (১৫ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ঢাকার আফতাবনগর থেকে কয়েকজন নারায়ণগঞ্জের পানাম সিটিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে নিয়ে আসলে মাহিমা নামে একজন মারা যান। অন্য আহতরা এখন বিপদমুক্ত।

acc1

এদিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ডে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস