ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পচা চাল নিয়ে বিপাকে গুদাম পরিদর্শক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:০২ এএম, ১৬ জুলাই ২০২২

ফরিদপুরের নগরকান্দায় পচা চাল নিয়ে বিপাকে পড়েছেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম পরিদর্শক। মধুখালী উপজেলা খাদ্যগুদাম থেকে গত ৮ জুলাই তিনটি ট্রাকে করে ওই চাল নগরকান্দায় আনা হয়। মান খারাপ হওয়ায় চালের বস্তাগুলো এখনো গুদামজাত করা হয়নি।

নগরকান্দা খাদ্যগুদাম কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় দুই হাজার মেট্রিক টন ধারণক্ষমতারচারটি গুদাম রয়েছে। মধুখালী থেকে আমন মৌসুমে সংগ্রহ করা ৩৫০ মেট্রিক টন চাল নগরকান্দা গুদামে পাঠানোর কথা। এরই অংশ হিসেবে কিছুদিন আগে মধুখালী থেকে একশ মেট্রিক টন চাল পাঠানো হয়। সেই চাল মানসম্মত হওয়ায় তা নগরকান্দা খাদ্যগুদামে রাখা হয়।

এরপর গত ৮ জুলাই মধুখালী থেকে আরও ৬০ মেট্রিক টন চাল নগরকান্দায় পাঠানো হয়। কিন্তু এ চাল মানসম্মত না হওয়ায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম পরিদর্শক আলী আজাহার ওই চাল গুদামজাত করেননি। ফলে গত শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত ওই চাল ট্রাকভর্তি অবস্থায় বাইরে পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী উপজেলা খাদ্য কর্মকর্তা আফজল হোসেন জাগো নিউজকে বলেন, মধুখালী থেকে যে চাল পাঠানো হয়েছে তা পুরোনো ও নিম্নমানের বলে জেনেছি। দুই উপজেলা খাদ্যগুদাম কর্তৃপক্ষের মাঝে এ নিয়ে কথা হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।

নগরকান্দা উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম পরিদর্শক আলী আজাহার জাগো নিউজকে বলেন, মধুখালী থেকে পাঠানো চাল পরীক্ষা করে দেখা গেছে তা নিম্ম মানের। ফলে ওই চাল এখনো খালাস করা হয়নি। এ চাল মধুখালীতে ফেরত পাঠানো ছাড়া কোনো উপায় নেই।

এন কে বি নয়ন/এসএএইচ/জেআইএম