ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৭ জুলাই ২০২২

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৭ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

নিহতরা হচ্ছেন- নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত সুজা প্রামাণিকের ছেলে আলতাফ হোসেন (৬০) ও নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের মোসলেমা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রামের রনবাঘা নামকস্থানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে দুজন মারা যান।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায়। অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

আরএইচ/জিকেএস