ময়মনসিংহ মেডিকেলে করোনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আলাউদ্দিন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের বাসিন্দা।
রোববার (১৭ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
এদিকে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল