ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের টিকিট কালোবাজারি, দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি | হিলি, দিনাজপুর | প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৮ জুলাই ২০২২

ট্রেনের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে দিনাজপুরের বিরামপুরের সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার কারণে দেশের সর্বত্র ঢাকাগামী বিভিন্ন ট্রেন ও বাসের টিকিটের বাড়তি চাহিদা থাকে। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যক্তি টিকিট বেশি দামে বিক্রি করছেন, এমন অভিযোগে শহরের সুমন কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়।

ইউএনও বলেন, বেশ কিছুদিন ধরে সুমন কম্পিউটারের বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ আসছিল। অভিযানে এর সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

মো. মাহাবুর রহমান/এমকেআর