জীবননগরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চুয়াডাঙার জীবননগর ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় রহিত আলী (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত রহিত আলী উপজেলা শহরের দৌলতগঞ্জ পাড়ার নূর হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রহিত আলী বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে জীবননগর ফিলিং স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় একই দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। যশোর সদর হাসপাতালে নেয়ার পথে যশোর ক্যান্টনমেন্ট এর কাছে পৌঁছালে রহিত আলী মারা যায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন