ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন যুবলীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার। রোববার (১৭ জুলাই) রাতে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহসিন খন্দকারকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবলীগের সভাপতি শাহনুর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এক যুক্ত বিবৃতিতে নিজ ফেসবুক আইডি থেকে লাইভ ও স্ট্যাটাসে বিভ্রান্তিমূলক, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় এবং রাষ্ট্র ও সমাজবিরোধী একাধিক মামলা থাকায় সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে চূড়ান্ত বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার জাগো নিউজকে বলেন, সিলেটে বন্যা শুরু হওয়ার পর শহরের মধ্যপাড়ায় আওয়ামী লীগ নেতা খোকনের বাড়িতে যুবলীগের সভা হয়। সেখানে বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য উপস্থিতদের কাছে সহায়তা চাওয়া হয়। আমাকে ১০ হাজার টাকা দিতে বলা হলে আমি ৫ হাজার টাকা বন্যার্তদের ত্রাণ দিতে সহায়তা করি। টাকা নেওয়ার পরও ত্রাণ না দেওয়া এদিকে সিলেটে পানি কমে আসে। এমন অবস্থায় আমি সুহিলপুর ইউপির কিছু এলাকায় বন্যা কবলিতদের ত্রাণ দিতে বলি। প্রয়োজনে আমি আরও ১৫-২০ হাজার টাকা দিতে চাই। কিন্তু তারা কোনো প্রকার ত্রাণ বিতরণ না করে মাছিহাতা ইউনিয়নের সম্মেলনের দিন পদ্মা সেতু দেখতে গেলেন। এমপি সাহেবের প্রোগ্রামের দিন তারা দলীয় বিশৃঙ্খলতা করতে ওই টাকা নিয়ে পদ্মা সেতু দেখতে গেলেন।

তবে মহসিন খন্দকারের অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস জাগো নিউজকে বলেন, ত্রাণের টাকায় পদ্মা সেতু দেখতে যাওয়া হয়নি। জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম খোকনের উদ্যোগে পদ্মা সেতু দেখতে যাওয়া হয়েছে। তিনি পৌরসভার মেয়র নির্বাচন করবেন, তাই সেই সফরে বিশেষ করে পৌর এলাকার নেতা কর্মীরা ছিলেন।

তিনি আরও বলেন, মহসিন খন্দকার ৫ হাজার টাকা বন্যার্তদের ত্রাণের জন্য দিয়েছেন। ঈদের কারণে ব্যস্ততায় তা দিতে না পারায় সেই টাকা তাকে ফেরত দিতে চেয়েছিলাম। কিন্তু সে জানালো তার এলাকায় কিছু ত্রাণ দিতে, প্রয়োজনে আরও ১৫-২০ হাজার টাকা সে দেবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় এবং রাষ্ট্র ও সমাজবিরোধী একাধিক মামলা থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক