ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্রোহী প্রার্থীর সমর্থন করায় পদ হারালেন ছাত্রলীগের ৩ নেতা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৮ জুলাই ২০২২

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় ছাত্রলীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক আজগর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- দিঘলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক আবির হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও দিঘলী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন বলেন, ‘নৌকার প্রশ্নে কোনো আপস নেই। বহিষ্কৃত নেতারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করছে। তারা দলীয় নিয়ম-নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

২৭ জুলাই দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা সালাউদ্দিন চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন (ঘোড়া)।

কাজল কায়েস/এসজে/এএসএম