নওগাঁয় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁর সাপাহারে অজ্ঞাত (৪৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে যাত্রী ছাউনির ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, লোকটির মানুসিক সমস্যা থাকতে পারে। এছাড়া অতিরিক্ত শীতে ও অসুস্থতায় তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।
স্থানীয়া জানান, গত কয়েকদনি থেকে ওই ব্যক্তি এলাকায় পাগলের মতো ঘোরাঘুরি করছিল এবং নিশ্চিন্তপুর মোড়ে রাতে যাত্রী ছাউনিতে থাকত।
আব্বাস আলী/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি