কক্সবাজার সৈকতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী
কক্সবাজার সৈকতের ইনানী সি-পার্ল রয়েল টিউলিপ পয়েন্টে গোসলে নেমে আবদুল্লাহ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৬ ঘণ্টায়ও সন্ধান মেলেনি তার।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নিখোঁজ হয় সে। নিখোঁজ আবদুল্লাহ ঢাকার মহাখালী ডিওএইচএসের বাসিন্দা কর্নেল ডা. শহিদের ছেলে। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জাগো নিউজকে বলেন, সামরিক বাহিনীর ডাক্তার কর্নেল শহীদ পরিবার ও স্বজনদের নিয়ে সোমবার রয়েল টিউলিপ হোটেলে ওঠেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কর্নেল শহীদের ছেলে আবদুল্লাহসহ চারজন অভিভাবকদের না জানিয়ে বে-ওয়াচ আর সি-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মাঝামাঝি সৈকতে গোসলে যায়। গোসল শেষে তিনজন ওপরে উঠতে পারলেও আবদুল্লাহ ঢেউয়ের সঙ্গে ডুবে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সি সেইফ লাইফ গার্ডের সদস্যরাও। কিন্তু বুধবার দুপুর দেড়টার দিকেও তার খোঁজ মেলেনি।
সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম