ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অলক, সম্পাদক কামাল

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২০ জুলাই ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহীদুল হুদা অলক (এনটিভি, দেশরূপান্তর, বাংলাদেশ বেতার) সভাপতি ও কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান বিশু।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি নাসিম মাহমুদ (এটিএন বাংলা, ইউএনবি), কোষাধ্যক্ষ মো. আব্দুল মালেক (দেশ টিভি), নির্বাহী সদস্য মো. তসলিম উদ্দীন (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন দিলু (প্রথম আলো), মো. মাহবুবুল আলম (দৈনিক ইনকিলাব) ও মো. আমিনুল ইসলাম (একুশে টেলিভিশন)।

সোহান মাহমুদ/এসআর/এএসএম