৭ ঘণ্টা পর কক্সবাজার সৈকতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আবদুল্লাহ
কক্সবাজার সৈকতের ইনানী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া ঢাকার স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের দীর্ঘ সাত ঘণ্টা পর ইনানী সৈকত থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে চার কাজিন গোসলে নেমে এ নিখোঁজের ঘটনা ঘটেছিল। মৃত আবদুল্লাহ (১৬) ঢাকার মহাখালী ডিওএইচএসর বাসিন্দা কর্নেল ডা. শহিদের ছেলে। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগরে হারিয়ে যাওয়া আবদুল্লাহর মরদেহ বুধবার বিকেল ছয়টায় ডেলপাড়া এলাকার বিচে ভেসে আসে। মরদেহটি ট্যুরিস্ট পুলিশ, সি সেইফ লাইফগার্ড ও বিচ কর্মীদের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরে বাবা কর্নেল শহিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সামরিক বাহিনীর চিকিৎসক কর্নেল শহীদ পরিবার ও স্বজনদের নিয়ে রয়েল টিউলিপ হোটেলে ওঠেন। বুধবার বেলা ১১টার দিকে কর্নেল শহীদের ছেলে আবদুল্লাহ তার চার কাজিন মিলে অভিভাবকদের না জানিয়ে বে-ওয়াচ আর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মাঝামাঝি বিচে গোসলে যায়। উত্তাল ঢেউয়ে গোসল শেষে তিনজন ওপরে উঠতে পারলেও আবদুল্লাহ ঢেউয়ের সঙ্গে ডুবে যায়।
সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস