কক্সবাজার জেলা যুব মহিলা লীগের নতুন সভাপতি লুনা, সম্পাদক রোমানা
তাহমিনা চৌধুরী লুনাকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেত্রী তসলিমা আক্তার রোমানাকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন হাসিনা আক্তার রিতা। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নাসরিন জাহান শাওন।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কক্সবাজার থেকে ঢাকা ফেরার প্রাক্কালে এ কমিটি ঘোষণা দেন বলে জানান ঘোষিত কমিটির সভাপতি তাহমিনা চৌধুরী লুনা।

তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কেন্দ্রের পরামর্শে শিগগিরই জেলা কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান লুনা।
মঙ্গলবার (১৯ জুলাই) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐকমত্য না হওয়ায় সম্মেলনের কাউন্সিলে কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। একদিন পর এ কমিটি ঘোষণা করা হলো।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস