ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ভেলাবাইচ দেখতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২২ জুলাই ২০২২

রাজবাড়ীতে বিলুপ্তপ্রায় ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে সদর উপজেলার দক্ষিণ পূর্ব আলীপুরে যুব সমাজের উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সাবেক ইউপি সদস্য (মেম্বর) আব্দুস সাত্তার, দ্বিতীয় নুরুল ইসলাম ও তৃতীয় হয়েছেন বাচ্চুর ভেলা। প্রতিযোগিতায় ১৫টি ভেলা অংশ নেয়।

jagonews24

আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম‌্যান মো. শাহিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। এসময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম‌্যান আবু বক্কর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র আলমগীর শেখ তিতু বলেন, আমাদের সুস্থ ধারার বিনোদন প্রয়োজন। এতে শরীর ও মন ভালো থাকে। আয়োজন ছোট হলেও হাজার হাজার মানুষ ভেলাবাইচ দেখতে ভিড় করে। এতেই প্রমাণ হয় এখনও সুস্থ ধারার বিনোদন মানুষ পছন্দ করে।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস