৮ মাস পর হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে চাল বোঝাই তিনটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে চাল আমদানি শুরু হয়।
জানা গেছে, আমদানির অনুমতিপত্র (আইপি) না থাকায় গত ৩১ অক্টোবর থেকে হিলি বন্দর দিয়ে সব ধরনের চাল আমদানি বন্ধ ছিল। তবে দেশে চালের দাম বেশি হওয়ায় সরকার আবার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক শনিবার তিনটি ট্রাকে প্রথম চালের চালান হিলি বন্দরে প্রবেশ করে।
এদিকে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গুটি স্বর্ণা-৫ ৪৬ টাকা, বিআর২৯ ৪৬, মিনিকেট ৬২-৬৪, বিআর-২৮ ৫৬ ও সম্পা কাটারি ৬৬ টাকায় বিক্রয় হচ্ছে।
চাল ব্যবসায়ী সামসুল ইসলাম জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। ভারতীয় চাল আমদানি অব্যাহত থাকলে দেশে দাম কিছুটা কমবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দীর্ঘ আট মাস পর হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৩১ অক্টোবর চাল আসে।
মো. মাহাবুর রহমান/এএইচ/জিকেএস