ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৪ জুলাই ২০২২

নিষেধাজ্ঞার পর প্রথমদিনে সমুদ্রে মাছ ধরেছেন বরগুনার জেলেরা। শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৬৭ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার মাছ বিক্রি হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার জানান, প্রথম দিনে মৎস্য বাজারে ১১ হাজার ৮৬৯ কেজি সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে। এর মধ্যে ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার ৭৮০ কেজি। এতে সরকার রাজস্ব পেয়েছে ৮৪ হাজার ৪৬০ টাকা।

jagonews24

মাছ বিক্রি করতে আসা জেলে মনসুর মাঝি জানান, শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রলার নিয়ে সমুদ্রে যাই। জাল ফেলতেই অনেক মাছ পাওয়ায় ভালো দামের আসায় সকালেই ঘাটে ফিরে আসি।

বাংলাদেশ ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, প্রথমদিন অন্তত ২৫-৩০টি মাছ ধরা ট্রলার ঘাটে এসেছে। প্রতিটি ট্রলারেই ভালো মাছ পাওয়া গেছে। এতে ভালো দামও পাওয়া যাবে।

আরএইচ/জিকেএস