ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় চোর সন্দেহে যুবককে গরম রডের ছ্যাঁকা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৫ জুলাই ২০২২

ঝিনাইদহের শৈলকুপায় চোর সন্দেহে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে পিটিয়ে, সিগারেট ও গরম রডের ছ্যাঁকা দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম জানান, মোকাদ্দেস নামের এক ব্যক্তি হরিনাকুন্ডু চরপাড়ার বাড়িতে কাজ করতে হবে বলে সকালে হাট থেকে আমাকে নিয়ে যান। এরপর তিনি আমাকে বলেন, আমি একটি মোটরসাইকেল কিনবো তুমি সঙ্গে চলো। পরে মুকাদ্দেস গাড়াগঞ্জ বাজারে এসে আমাকে বসিয়ে রেখে এক ব্যক্তিকে ফোন দিয়ে মোটরসাইকেল আনতে বলেন। মোকাদ্দেস তার গাড়িটি চালিয়ে দেখার কথা বলে চলে যান। তিনি ফিরে না আসায় মোটরসাইকেল মালিক আমাকে চোর সন্দেহে আটক করে মারধর করেন।

আহতের স্বজন রাসেল জানান, স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, রাকিবুলের শরীরের আগুনের ছ্যাঁকাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

শৈলকুপা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শহরে বেশ কিছুদিন একটি চক্র মোটরসাইকেল চুরির ঘটনা ঘটাচ্ছে। সে কারণে রাকিবুলকে আমরা সন্দেহের তালিকায় রেখেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস