বৈদ্যুতিক খুঁটির মাটি খুঁড়ে মিললো তরুণীর মরদেহ
মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়
রংপুরের পীরগাছায় বৈদ্যুতিক খুঁটির মাটি খুঁড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির পাশে উঁচু জায়গা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে ওই তরুণীর মাথা দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জাগো নিউজকে বলেন, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছরের মধ্যে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জিতু কবীর/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর