ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কর্মী হত্যায় চার্জশিটভুক্ত আসামি পেলেন ছাত্রলীগের পদ

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৮ জুলাই ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ার ছাত্রলীগকর্মী ক্লিনটন মজুমদার টিটু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আব্দুল্লাহ আল মারজান বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে স্থান পেয়েছেন। তাকে কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামি হয়েও ছাত্রলীগের পদ পাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে নিহত ক্লিনটনের পরিবার। এর প্রতিবাদে বুধবার (২৭ জুলাই) দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তারা। এতে নিহত ক্লিনটনের মা-বাবাসহ স্বজনরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ক্লিনটনের বাবা অরূপ মজুমদার বলেন, ২০১২ সালের ৮ মে সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মানিকখালী গ্রামের হায়দার মিয়ার ছেলে মারজান পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলে ক্লিনটনকে অপহরণ করে। পরে তার নেতৃত্বে ৮-১০ জন ক্লিনটনকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়। ঘটনার দুদিন পর ক্লিনটনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই বছরের ১০ মে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে এজাহারনামীয় একজনকে বাদ দিয়ে ও নতুন করে আরও দুজনকে অন্তর্ভুক্ত করে মারজানসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বর্তমানে মামলাটি পিরোজপুর দায়রা জজ আদালতে বিচারাধীন।

অরূপ মজুমদার বলেন, গত ২৪ জুলাই বরগুনা জেলা ছাত্রলীগের নতুন গঠিত অংশিক কমিটিতে মারজানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। মারজানসহ সব আসামি ছাত্রলীগের কমিটিতে সুকৌশলে ঢুকে আমাদের হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মারজানকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়াসহ তার ফাঁসির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মারজান জাগো নিউজকে বলেন, ক্লিনটন যখন খুন হয় তখন আমি নবম শ্রেণিতে পড়ি। আমার সহপাঠীরা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। আমি এ ঘটনার সঙ্গে ছিলাম না। এ হত্যা মামলার প্রথম চার্জশিটে আমার নাম ছিল না। সেই চার্জশিটের বিরুদ্ধে মামলার বাদী নারাজি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার নাম অন্তর্ভুক্ত করেছেন। আমি নির্দোষ, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান।

বরগুনা জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটির সভাপতি মো. রেজাউল করিম রেজা বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বুধবার দায়িত্ব নিই। মারজান যে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তা আমার জানা ছিল না। বিষয়টি জেনেছি এবং সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিকে মৌখিকভাবে জানিয়েছি।

তিনি আরও বলেন, মারজান কাকচিরা ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি ছিলেন। সদ্যবিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদক ওই কমিটিকে অনুমোদন দিয়েছিলেন।

এসজে/বিএ/এএসএম