ছিটমহল বিনিময় চুক্তির সম্ভাবনা
ভারতীয় ছিটমহলের সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, বিজয় দিবসের আগেই ছিটমহল বিনিময় চুক্তি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ১৭ নং ডারিকামারী ভারতীয় ছিটমহলে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপ্তিমান সেনগুপ্ত এ কথা বলেন।
দু’দেশ থেকেই এ ধরনের বার্তা আমাদের কাছে এসেছে। সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো কথায় আপনারা কান দেবেন না। ৬৭ বছর অত্যাচার, নির্যাতন-সহ্য করেছেন। আর কিছুদিন গেলেই আমাদের সেই অধরা স্বাধীনতা পাবো বলে আমরা আশা করছি। তবে দু’দেশের সরকারকে পরিস্কার ভাষায় বলতে চাই, এখন মানুষ জাগ্রত হয়েছে। আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
অবিলম্বে ১১১টি ছিটমহলের জনগণকে স্বাধীনতার পথে ফিরে আনতে এ চুক্তি বাস্তবায়ন করুন। অন্যথায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।
১৭ নং ডারিকামারী ছিটমহলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, স্থানীয় ছিটমহল নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।