ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় আবাসিক হোটেল থেকে স্কুল-কলেজের ১০ শিক্ষার্থী আটক

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৮ জুলাই ২০২২

পাবনার এক অভিজাত আবাসিক হোটেল থেকে স্কুল-কলেজের ১০ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে শহরের সোনাপট্টির ওই হোটেল থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে গোপনে জানতে পারি। দুপুরে অনৈতিক কাজের সময় পাঁচজন মেয়ে ও পাঁচজন ছেলেকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানায়।

তিনি আরও জানান, আটকদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস