পাবনায় আবাসিক হোটেল থেকে স্কুল-কলেজের ১০ শিক্ষার্থী আটক
পাবনার এক অভিজাত আবাসিক হোটেল থেকে স্কুল-কলেজের ১০ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবি করেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে শহরের সোনাপট্টির ওই হোটেল থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে গোপনে জানতে পারি। দুপুরে অনৈতিক কাজের সময় পাঁচজন মেয়ে ও পাঁচজন ছেলেকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানায়।
তিনি আরও জানান, আটকদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্বৈত নাগরিকত্ব: বিতর্ক পেরিয়ে অবশেষে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- ২ রোল ২২ থেকে ২, সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা
- ৩ বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য
- ৪ কনকনে শীতের রাতে রাখাইন পাড়ায় কম্বল নিয়ে হাজির ইউএনও-এসিল্যান্ড
- ৫ সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা