ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, রেলযোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৮ জুলাই ২০২২

যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাময়িকভাবে রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রেলওয়ে জংশন সূত্র জানায়, সন্ধ্যায় রেলওয়ের তেলবাহী ট্যাংকারের একটি খালি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রেলওয়ে জংশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। তবে জংশনের এক নম্বর লাইনটি চালু করে কপোতাক্ষ এক্সপ্রেসকে খুলনার দিকে পাঠিয়ে রেল যোগাযোগ চালু করা হচ্ছে।

যশোর স্টেশনমাস্টার আয়নাল হাসান জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

মিলন রহমান/আরএইচ/জেআইএম