ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১০:১৮ এএম, ২৯ জুলাই ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তবে অন্য ইঞ্জিন দিয়ে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গচিহাটা এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহ-ভৈরব রুটে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। গচিহাটা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-ভৈরব রুটে সব ধরনের ট্রেন চলাচল। তবে আড়াই ঘণ্টা পর অন্য একটি ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. ইউসুফ আলী জাগো নিউজকে বলেন, ইঞ্জিনটি মেরামতের চেষ্টা চলছে। এছাড়া আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন গচিহাটার দিকে আসছে। তবে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে।

নূর মোহাম্মদ/এসজে/জিকেএস