অসহায়কে ঘর-ভ্যান দিলো ‘উই আর বাংলাদেশ’
রাজবাড়ীর পাংশায় অসহায় এক পরিবারকে ঘর ও ভ্যান দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন উই আর বাংলাদেশ। শুক্রবার (২৯ জুলাই) সকালে ওই পরিবারকে নতুন ঘর, ভ্যান ও হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
সংগঠনের অ্যাডমিন কবিরুল সাগর জানান, উপজেলার কলিমহরের সাজুরিয়া গ্রামের রেজাউল করিমের পরিবারের ছয়জনের তিনজনই প্রতিবন্ধী। জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবন যাপন করেন তারা। বিষয়টি জেরে আমরা তার সহযোগিতায় এগিয়ে আসি। সংগঠনের সদস্যদের পরিশ্রমে তাদের নতুন ঘর, একটি ভ্যান ও হুইল চেয়ার দিতে পেরেছি।
তিনি আরও জানান, আমরা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও কর্মসংস্থান, ভিক্ষুকদের পুনর্বাসন, রক্ত সংগ্রহ, অসহায়দের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ সামাজিক কাজ করে আসছি। আশা করছি সে ধারা অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস