ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ৩০ জুলাই ২০২২

অর্থ আত্মসাতের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ওয়াজেদ হোসেনকে (৫০) রাজধানীর রামপুরা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল হাসান।

ওয়াজেদ হোসেন উপজেলার নামুজা ভাণ্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।

এসআই জাকির আল হাসান জানান, গ্রেফতার ওয়াজেদ হোসেন উপজেলার নামুজা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে দেড় কোটি টাকা ঋণ নেন। এসব ঋণ পরিশোধ না করে ৪-৫ বছর বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। এতে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মামলা দেন। আদালতের তার নামে আট মামলায় ১০ বছরের সাজা ও দেড় কোটি টাকা প্রদানের রায় ঘোষণা হয়।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওয়াজেদকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

আরএইচ/জেআইএম