ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:০৪ এএম, ৩১ জুলাই ২০২২

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ জুলাই) দিনগত রাত ৩ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামিখ খা উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের বাসিন্দা। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার প্রচারণায় অংশ নিতেন।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত ১০ টার দিকে জামিখ খা’কে রাস্তার পাশে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখ যান কয়েকজন যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস