ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩৬ বছরের কর্মজীবন শেষে সুসজ্জিত গাড়িতে ফিরলেন রফিকুল

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১১:৪৬ এএম, ৩১ জুলাই ২০২২

লক্ষ্মীপুরে ফুল দিয়ে সাজানো গাড়িতে অবসরকালীন ছুটিতে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ৩৬ বছর কর্মজীবন শেষে অবসরকালীন এমন আয়োজনে মুগ্ধতা দেখা যায় তার চোখে-মুখে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে জেলা পুলিশ লাইন্সে ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়। পরে তাকে রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাড়িতে সুসজ্জিত গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়।

jagonews24

জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নিত) ড. এএইচ এম কামরুজ্জামানের নির্দেশনায় বিদায় বেলায় রফিকুল ইসলামকে সংবর্ধিত করা হয়। বিদায় বেলা তার হাতে ফুল তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ। এ সময় তার উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শও দেন এ পুলিশ কর্মকর্তা।

jagonews24

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ বলেন, ৩৬ বছর তিনি পুলিশবাহিনীতে ভূমিকা রেখেছেন। আমাদের সব সাফল্যে তারও অংশীদারিত্ব রয়েছে। এজন্য বিদায় বেলা তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।

কাজল কায়েস/এসজে/এমএস