নারায়ণগঞ্জে মাদক মামলায় ৪ জনের ১৫ বছরের কারাদণ্ড
ফাইল ছবি
নারায়ণগঞ্জে মাদক মামলায় চারজনের ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মনির হোসেন মকদম ওরফে মানিক মিয়া ওরফে মনা, মোহাম্মদ হোসেন, আব্দুল খালেক ও মো. আরিফ। রায় ঘোষণার সময় মনির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকী তিনজন পলাতক রয়েছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষ প্রমাণিত হওয়ায় চার আসামির প্রত্যেকেরে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, ২০১৮ সালের ৮ আগস্ট রূপগঞ্জের র্যাংটার মাজার এলাকায় পূর্বাচল ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশ থেকে দুই লাখ ছয় হাজার ইয়াবাসহ তাদের আটক করেছিল। সেই মামলায় আদালত রায় দিয়েছেন।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস