ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ৩১ জুলাই ২০২২

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যখন গণতন্ত্র হুমকিতে পড়েছে তখনই বিএনপি এগিয়ে এসেছে। খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে ৯ বছর মাঠে থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আজ সে নেত্রীকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

রোববার (৩১ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত লোডশেডিং ও জ্বালানি খাতে অব‌্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

jagonews24

শামা ওবায়েদ বলেন, ২০০৬ সালের ১৬ টাকার চাল এখন ৭০ টাকা। বিদ্যুতে এখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। এর ভর্তুকি দিচ্ছেন সাধারণ মানুষ। শেখ হাসিনার উন্নয়ন হারিকেন, এ উন্নয়ন আমরা চাই না।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস‌্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস