ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এসপি কার্যালয়ের সামনে ছুরিকাঘাতে যুবককে খুন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ৩১ জুলাই ২০২২

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনের সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৫) খুন হয়েছেন।

রোববার (৩১ জুলাই) রাতে সাড়ে ৮টায় এসপি অফিসের সামনের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান বলেন, ‌‘আমি আদালত থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। পথে দেখি পুলিশ সুপার কার্যালয় বরাবর লিংক রোডে কে বা কারা যুবক বয়সের এক ছেলেকে ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। আমি ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির পরনে ফুল প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। তার নাম-পরিচয় বলতে পারছি না।’

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর