ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
ফেনীতে শহিদুল ইসলাম কামরুল (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ ৫৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী শহিদুল জানান, ঘটনাস্থলের অদূরে বাসা থেকে টাকা নিয়ে ইউসিবিএল ব্যাংকে জমা দেয়ার জন্য বের হলে দুবৃর্ত্তরা তাকে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেয়। কিছু দিন আগে জমি বিক্রি করে টাকাগুলো বাসায় রাখেন বলে তিনি জানান।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
জহিরুল হক মিলু/এসএস/এমএস