ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে বজ্রপাতে অটোরিকশা চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৩ আগস্ট ২০২২

জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে তারা মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকেই উপজেলার সব স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। দুপুরে বৃষ্টির মধ্যে তারা মিয়া ছাগলের জন্য পাট পাতা আনতে যায়। ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাহ হোসেন বলেন, বৃষ্টির সময় তারা মিয়া ছাগলের জন্য খাবার আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জাগো নিউজকে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি।

মো. নাসিম উদ্দিন/এএইচ/এমএস