বান্দরবানে অটোরিকশা খাদে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত
খাদে পড়ে যাওয়া অটোরিকশা
বান্দরবানের লামায় ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে তাসমিন আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৬ আগস্ট) বেলা ১০ টার দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিন আক্তার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী ২ নম্বর ওয়ার্ডের আব্দুরহিমে মেয়ে ও মালুমঘাট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে লামা যাওয়ার পথে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাসমিন আক্তার মারা যায়। বাকিদের মধ্যে হুমাইরা ও ফাতেমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ঘটনাটি লামা থানাধীন এলাকায় হলেও নিহতের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়ায়। তাই পরবর্তী আইনানুগ ব্যবস্থা চকরিয়া থানা নিবে।
নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম