ঝালকাঠিতে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর
প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো- ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের ছেলে মো. ইয়ামিন (১), দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার ছেলে মো. ইয়াসিন (১)।
ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানান, ইয়ামিনকে সঙ্গে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিলেন। ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানান, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়ার বেগম রান্নার আয়োজন করছিল। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের আড়ালে চলে যায়। পরে ইয়াসিনকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
আতিকুর রহমান/আরএইচ/জিকেএস