ফেনীতে রেলের ডিজেল চুরি, আসামির স্বীকারোক্তি
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের খানে বাড়ি এলাকায় রেলওয়ের ডিজেল চুরির ঘটনায় গ্রেফতার মো. আবু তাহের (৩৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (৭ আগস্ট) বিকেলে ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
আসামি আবু তাহের উত্তর শর্শদী এলাকার ইউনুস মিয়ার বাড়ির মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শাহ মো. ফয়সাল আহম্মেদ জানান, জবানবন্দিতে আসামি আবু তাহের ডিজেল চুরির ঘটনায় জড়িতদের নাম ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
শনিবার (৬ আগস্ট) ভোরে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে পিকআপভর্তি ১ হাজার ৫০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করে ডিবি। এ ঘটনায় জড়িত আবু তাহের ছাড়াও দক্ষিণ খানে বাড়ি এলাকার আবদুর রহমানের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (৫৫) ও সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিমকে (২২) গ্রেফতার করা হয়।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি
- ২ বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা
- ৩ একদিনের ব্যবধানে ফের শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, চলবে কয়েকদিন
- ৪ সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় আটক ৬
- ৫ চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যের সঙ্গে অশালীন আচরণ-হুমকি, আটক তিন