ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১০:২৭ এএম, ০৮ আগস্ট ২০২২

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে সাদিউজ্জামান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (৭ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কণা (৪৫), সালমা বেগম (৪৫), নুরজাহান বেগম (৫০), শিমা (৫০) ও গাড়িচালক (২৫)। তার নাম জানা যায়নি।

jagonews24

পুলিশ জানায়, বরগুনা থেকে ঢাকার ধানমন্ডি যাচ্ছিল মাইক্রোবাসটি। শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড সংলগ্ন স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে সড়কের একপাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আরও পাঁচজন আহত হন। পরে ফায়ারসার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় একজন মারা যান। তার সঙ্গে পরিবারের আরও চার সদস্য এবং গাড়িচালক আহত হন।

একেএম নাসিরুল হক/আরএইচ/জিকেএস