বগুড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় কিশোর গ্রেফতার
প্রতীকী ছবি
বগুড়ার শেরপুরে স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন। সেই মামলায় ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৮ আগস্ট) দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বাবা-মায়ের অনুপস্থিতিতে গত ৮ জুন বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর। একইভাবে গত রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে একই কিশোর। এসময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক কিশোরকে পুলিশে দেয় এলাকাবাসী।
কিশোরীর মা বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই অন্যের বাড়িতে কাজ করেন। সেই টাকা দিয়েই সংসার চালান। তারা বাড়িতে না থাকার সুযোগে ওই কিশোর তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুরেই বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেইসঙ্গে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক কিশোরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমআরআর/এমএস