ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৮ আগস্ট ২০২২

বান্দরবানে রুমা উপজেলার সাঙ্গু নদী থেকে অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার রিঝুক ঝর্ণা এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় এক ব্যক্তি রুমা থানায় ফোন করে জানান, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড রিঝুক ঝর্ণা এলাকার সাঙ্গু নদীর তীরে অর্ধগলিত একটি মরদেহ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সাঙ্গু নদীর তীর থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নয়ন চক্রবর্তী/এমআরআর/এএসএম