ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৃদ্ধের ব্যাগে মিললো ৪০ লিটার চোলাই মদ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৮ আগস্ট ২০২২

নোয়াখালী সদরে মতলব সওদাগর (৫৫) নামের এক বৃদ্ধের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মতলব সওদাগর নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম রাতে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মুহিউদ্দিন মাসুম অভিযান চালিয়ে বৃদ্ধ মতলব সওদাগরকে আটক করেন। পরে জনসম্মুখে তার কাঁধের ব্যাগ তল্লাশি করে ২০ বোতলে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম