বৃদ্ধের ব্যাগে মিললো ৪০ লিটার চোলাই মদ
নোয়াখালী সদরে মতলব সওদাগর (৫৫) নামের এক বৃদ্ধের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন পালের বাড়ির দরজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মতলব সওদাগর নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম রাতে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মুহিউদ্দিন মাসুম অভিযান চালিয়ে বৃদ্ধ মতলব সওদাগরকে আটক করেন। পরে জনসম্মুখে তার কাঁধের ব্যাগ তল্লাশি করে ২০ বোতলে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম