ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১০ আগস্ট ২০২২

কুড়িগ্রামে জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার (১০ আগস্ট) দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ সমাবেশে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফজলুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আমজাদ হোসেন, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

jagonews24

সমাবেশে পনির উদ্দিন আহমেদ বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশের মানুষের করুন অবস্থা। বেঁচে থাকাটাই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে জ্বালানি তেল, সারসহ অন্যান্য দ্রব্যের দাম কমিয়ে আনার দাবি জানান তিনি।’

আরএইচ/জিকেএস