ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় ওজনে কম দেওয়ায় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১০ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ফতুল্লার কুতুবপুর এলাকার আমিন স্কোয়ার বিডি লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ জরিমানা করেন।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ওজনে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস