ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১০ আগস্ট ২০২২

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় এ দুর্ঘটনা ঘটে।

সাঈদ হোসেন সদর উপজেলার গাঙনী গ্রামের আসগার হোসেনের ছেলে। তিনি ভ্যান চালানোর পাশাপাশি ভোমরা স্থলবন্দরের বিভিন্ন গুদামে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, সাঈদ হোসেন বাদামতলা বাজারে একটি ভ্যানে বসেছিলেন। এসময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ট ১১-৫২০৯) ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান সাঈদ। ট্রাকের ধাক্কায় ভ্যানটি খণ্ড-বিখণ্ড হয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম