ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৫ আগস্ট ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফেরদৌস বেগম ওই গ্রামের আবদুল আওয়ালের স্ত্রী।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রাতে বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে যান ওই গৃহবধূ। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/আরএইচ/জিকেএস