ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোক দিবসে ১৩০ দুস্থ পরিবারের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের রামুতে ১৩০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

সোমবার (১৫ আগস্ট) সকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম মিলনায়তনে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সেক্টর সদর দপ্তরের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজম উস সাকিব বলেন, জাতীয় শোক দিবসকে মহিমান্বিত ও ভাবগম্ভীর্যপূর্ণ করতে বিজিবির পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র আয়োজন। বিজিবি সবসময় আর্তমানবতার সেবায় গরিব ও দুঃস্থদের পাশে ছিল, আছে এবং থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গরিব ও দরিদ্র ১৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রব, বিজিবির রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল ফয়সাল হাসান খান প্রমুখ।

সায়ীদ আলমগীর/এসআর/এমএস