ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে হত্যা, স্বামীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৬ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ফারজানা (২৮) নামে এক গৃহবধূকে মসলা বাটার শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারজানা পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।

এ ঘটনায় স্বামী রুবেলকে (৪০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, পশ্চিম রসুলপুর এলাকার রুবেলের সঙ্গে ফারজানার বিয়ে হয় ৬ মাস আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। এরমধ্যে স্থানীয়ভাবে একাধিক বিচার সালিশ হয়েছে তাদের। গত সোমবারও বিচার সালিশ হয়েছিল।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান বলেন, এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস