কলারোয়ায় নারীকে গলা কেটে হত্যা
সাতক্ষীরার কলারোয়ায় সুফিয়া খাতুন নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কলারোয়া পৌর এলাকার তুলসিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের মৃত. ফজর আলীর মেয়ে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জাগো নিউজকে জানান, সুফিয়া খাতুন নিজ বাড়ির পার্শ্ববর্তী বাজারের একটি দোকানে মোবাইল চার্জে দিয়েছিল। রাতে মোবাইলটি নিয়ে বাড়ি ফেরার পথে গলায় ছুরি মারে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় তিনি নিজেই দৌঁড়ে পার্শ্ববর্তী কলারোয়া হাসপাতালে গিয়ে উঠেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন