ফেনী আদালতের নথি চুরি, দালাল কারাগারে
আদালতের নথি চুরির দায়ে কারাগারে যাওয়া সাফিউল ইসলাম
ফেনী জেলা জজকোর্টের জিআরও শাখা থেকে মাদক মামলার নথি চুরির দায়ে সাফিউল ইসলাম সাইফুল নামে এক দালালকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া থানার একটি মাদক মামলার নথি জিআরও শাখা থেকে চুরি করেন আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী দালাল সাইফুল (৪৩)। আইনজীবীরা তাকে নথিসহ হাতেনাতে আটক করে জেলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করেন। আইনজীবী পরিচয় দেওয়ায় সমিতির নেতারা তাকে টাউট আখ্যা দিয়ে চুরি হওয়া নথিসহ আদালতের জিআরও শাখায় হাজির করেন।
আদালতের জিআরও শাখার পক্ষ থেকে ফেনী মডেল থানায় সাইফুলের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগেও সাইফুলকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তিনি লালমনিরহাটের নবীনগর গ্রামের আবদুর রহিমের ছেলে ও দীর্ঘদিন ধরে ফেনীর বনানীপাড়ার রহমান ম্যানশনে বসবাস করেন।
এমআরআর/এএসএম