চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের বকশীগঞ্জে ফারাজীপাড়া বিএম কলেজে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষ আব্দুস ছালামের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মেরুরচর শান্তিনগর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সেলিম মিয়া, রাজু মিয়া, দুলাল, শহিদুল্লাহসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএম কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। আব্দুস ছালাম প্রভাবশালী হওয়ায় চাকরি না দিয়ে উল্টো অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি করেন।
ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, চাকরির আশায় ১৭ বছর আগে জমি বিক্রি করে টাকা দেই। চাকরি পাইনি টাকাও ফেরত পাইনি।
রাজু মিয়া বলেন, চাকরি দেওয়ার জন্য টাকা নিয়ে ১৩ বছর ধরে হয়রানি করছে। এখন আমার চাকরির বয়স পেরিয়ে গেছে।
দুলাল মিয়া বলেন, টাকা দিয়েও চাকরি না পেয়ে আমি ও আমার পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করছি।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুস ছালাম জাগো নিউজকে বলেন, যারা মানববন্ধন করেছে মূলত তারা আমাকে ও আমার পরিবারকে হেয় করছেন। তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব চলে রয়েছে। এ বিষয়ে উভয়পক্ষের একটা মামলাও চলমান।
জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনীরা মুস্তারি ইভা বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম