ফের সমুদ্র উত্তাল, মাছ ছাড়াই তীরে ফিরলেন জেলেরা
সাগর উত্তাল থাকায় তীরে ফিরেছেন জেলেরা
নিম্নচাপের প্রভাবে ফের সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই বাধ্য হয়ে মাছ ছাড়াই ট্রলার নিয়ে তীরে ফিরেছেন হাজারো জেলে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালের মধ্যেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর ঘাটে বেশিরভাগ ট্রলার এসে ভিড়েছে। তবে তিনদিন সাগরে থেকেও মাছ না পেয়ে হতাশ জেলেরা।

আলীপুর আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, ‘তিনদিন আগে আবহাওয়া কিছুটা ভালো হলে জেলেরা সমুদ্রে মাছ শিকারে যায়। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হলে তারা আবার তীরে ফিরতে শুরু করে। বৃহস্পতিবার দুটি ট্রলার ডুবির ঘটনাও ঘটে। তবে জেলেদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার বয়ে যাচ্ছে। যা দমকা হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দু-চার ফুট পর্যন্ত বাড়তে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম