ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় ৩ ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২০ আগস্ট ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় পৌর শহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা, করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে এক লাখ টাকা ও বামনডাঙ্গা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

গাইবান্ধায় ৩ ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

তিনি বলেন, অভিযোগ পেয়ে কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এতে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার ওই তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সাইফুল মিলন/এমআরআর/জেআইএম